• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী সব কিছু করবেন -ইকবাল হোসেন অপু

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯  


 বাংলাদেশ আওয়ামীলীগ  কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য  ও শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সারা দিয়ে মুক্তিযোদ্ধারা জীবন মৃত্যুর সামনে দাড়িয়ে ৯ মাসের সংগ্রামের মাধ্যমে  বাংলাদেশ কে স্বাধীন করেছে। তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। মানবতার মা বিশ্বনেত্রী  প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছেন এবং তাদের প্রয়োজনে সম্ভব সব কিছুই করবেন। তার কাছে চাইতে হয়না তিনি জিজের থেকে দিয়ে থাকেন। গত বাজেটে মুক্তিযোদ্ধাদের সম্ম,ানি বৃদ্ধির কথা স্মরণ করিয়ে দিয়ে  ইকবাল হোসেন অপু বলেন আপনাদের শুধু ভাতা নয়, গৃহ নির্মান, ও বিনাসুধে ঋনদানের  উদ্যোগ নিয়েছে সরকার।  জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমগ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন কালে সমবেত মুক্তিযোদ্ধাদের সমাবেশে  তিনি সোমবার দুপুরে এসব কথা বলেন।  ২৯ জুলাই জেলার জাজিরা উপজেলা সদরে  তিনি কমপ্লেক্সের ভিত্তি প্রস্ত স্থাপন করেন। 
এ সময় জাজিরা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার ঘোষ,  সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীর সভাপতি মাস্টার জিএম নুরুল হক, সাবেক জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক খানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।