• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

ডামুড্যায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠান কে জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

ডামুড্যা প্রতিনিধিঃ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর অভিযানে ৩ প্রতিষ্ঠান কে ১৫  হাজার টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে। 

নিয়মিত তদারকির অংশ হিসেবে  ২ সেপ্টেম্বর   সোমবার  শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় অভিযান পরিচালিত হয়। এসময় ফ্রিজের দাম নির্ণয়ে বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানে  নির্ধারিত মূল্যের অধিক  মূল্য রাখায় ডামুড্যা বন্দরের তিন প্রতিষ্ঠান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ১৫,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিভিন্ন হোটেল কে প্রথম বারের মত সর্তক করা হয়। 

উক্ত অভিযান ও জরিমানা করেন সহকারী পরিচালাক  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর সুজন কাজী। এ সময় উপস্থিত ছিলেন ক্যাব শরীয়তপুরের সভাপতি মোঃ বিল্লাল হোসেন ও জেলা পলিশের এক টি টিম।

এছাড়া উপস্থিত লোকজন এর মধ্যে ভোক্তা অধিকার আইন, ২০০৯ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়েছে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক জনাব সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেন ডামুড্যা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলেয়া বেগম ও শরীয়তপুর জেলা পুলিশ এর একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।