• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরায় বিনামূল্যে মাশকলাই বীজ ও সার বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০১৯  

শরীয়তপুর প্রতিনিধিঃ কৃষি বান্ধব সরকারের আন্তরিক ইচ্ছায় প্রনোদনা কর্মসূচীর আওতায় ২০১৯-২০ অর্থবছরের জাজিরা উপজেলার ২১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাশকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ ৫ সেপ্টেম্বর দুপুরে আনুষ্ঠানিক ভাবে বীজ ও সার বিতরণ কার্যক্রম  উদ্বোধন করেন  জাজিরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জব্বার আকন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ  মোঃ জামাল  হোসেন, উপজেলা মৎস্য অফিসার উজ্জ্বল কুমার রায়, জাজিরা ইউনিয়নের  চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। প্রণোদনা কর্মসূচীর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে  প্রতি জন কৃষক  ৫  কেজি মাশকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫  কেজি এমওপি সার পেয়েছে।