• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগ‌ঞ্জে জেলেদের নিয়ে মতবিনিময় সভা কর‌লেন ইউএনও

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ অক্টোবর ২০১৯  

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধিঃ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপ‌জেলার স‌খিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়‌নের দেওয়ান বাজার চরে জেলেদের নিয়ে মতবিনিময় সভা ক‌রে‌ছেন ভেদরগঞ্জ উপ‌জেলা নির্বাহী অফিসার (ইউএনও) সা‌ব্বির আহ‌মেদ। র‌বিবার (৬ অক্টোবর) বি‌কে‌লে এ মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

এ সময় জেলে এবং স্থানীয়দের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরা, মজুদ, বাজারজাতকরণ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ ক‌রেন ইউএনও সা‌ব্বির আহ‌মেদ।

‌তি‌নি জানান, আগামী ৯ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ রক্ষার্থে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ অথবা ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। আসুন মা ইলিশ রক্ষার্থে আমরা সকলে সচেষ্ট হই।

এ সময় উপ‌স্থিত বক্তারা বলেন, মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। মা ইলিশ রক্ষা করতে পারলে সারা বছর আমরা ইলিশ খেতে পারব। প্রজনন মৌসুমে একটা মা ইলিশ দুই কোটিরও বেশী ডিম দেয়। একটা মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেলে আবারও দুই কোটি ইলিশ পাব। প্রধানমন্ত্রী মা ইলিশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন।