• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

ভেদরগঞ্জে মৎস্য চাষীদের মাঝে খাদ্য বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ মে ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ "নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ" এই শ্লোগান কে সামনে রেখে  ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তার কর্যালয়ের  যৌথ উদ্যোগ চাষীদের মাঝে খাদ্য ও সাইনবোর্ড  বিতরণ করা হয়েছে। করোনা দুর্যোগের কারনে সৃষ্ট পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি  ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা মৎস্য অফিসের সামনে বিতরণ করা।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এ সংকট কালেও মৎস্য চাষীদের কথা মনে রেখেছেন। আপনারা  বেকার ও আর্থিক ভাবে দূর্বল হয়ে পরেছেন। তাই আপনারা যাতে ঘুরে দাড়াতে পারেন তার জন্য সরকারের পক্ষ থেকে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ- ২ প্রকল্প (এনএটিপি-২) এর  আওতায় উপজেলার ২০ টি সিআইজির নির্বাচিত প্রদর্শনী মৎস্য চাষিদের মাঝে ২৫০ কেজি পিলেট খাদ্য ও ১ টি করে সাইনবোর্ড বিতরণ করা হয়। এ সহায়তাকে সার্বিকভাবে সঠিক ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করে নিজেরা লাভবান হবেন। তাহলেই দেশ উন্নত হবে।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আবদুস সামাদ এর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ।  এসময় মৎস্য চাষী ও গন্যমান্য ব্যাক্তিবর্গসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।