• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জের চরকুমারিয়ায় নদীভাঙ্গন রক্ষা কাজের উদ্বোধন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ জুন ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের জয়ন্তিয়া নদীর ভাঙ্গন থেকে গাজিপুরা সেতু রক্ষায় ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। আজ ২৩ জুন মঙ্গলবার দুপুরে চরকুমায়িা ইউনিয়নে ৬ নং ওয়াডের্র খাসগাজিপুর এলাকায় ৩১৮ মিটার ও ৫নং ওয়ার্ডে ১০৬মিটারসহ মোট ৪২৪ মিটার নদীর তীর রক্ষায় বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের অধিন এ কাজ বাস্তবায়িত হবে।

পানি উন্নয়ন বোর্ডের এসডি আবদুর রশীদ জানান, চরকুমারিয়া ইউনিয়নের জয়ন্তিয়া নদীর ভাঙ্গন থেকে গাজীপুরা বেইলি সেতু রক্ষার ১ কোটি ২০লক্ষ টাকা ব্যয়ে ৫ ও ৬ নং ওয়ার্ডের মোট ৪২৪ মিটার নদীর তীর সংরক্ষনে ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলা হবে। এ কাজ বাস্তবায়িত হলে ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসাসহ নদীর পাড়ের ৫টি গ্রামের ২শতাধিক বাড়িঘর নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে।

ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা বলেন, বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী একে.এম এনামুল হক শামীম এমপি মহোদয়ের আহ্ববানে সারা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের গাজিপুরা ব্রীজ রক্ষায় জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রক্ষার কাজ উদ্বোধন করা হলো। এর জন্য ভেদরগঞ্জ উপজেলা বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও উপমন্ত্রী নিকট আমরা কৃতজ্ঞ।

কর্মসূচির উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) শংকর চন্দ্র বৈদ্য। চরকুমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের এসডি আবদুর রশীদ, চরকুমারিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাহাবুর রহমান আক্তার, যুবলীগের সাধারণ সম্পাদক রাশেল আহমেদ পলাশসহ ঠিকাদারী প্রতিষ্ঠান  ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা গন উপস্থিত  ছিলেন।