• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নড়িয়ার ঘড়িষারে গ্রাম আদালত উদ্বোধন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের নাড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় ঘড়িষার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালত উদ্বোধন করেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশিষ্ট শিক্ষক মাষ্টার হাসানুজ্জামান খোকন।

ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রব খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনেয়ার হোসেন বাদশা শেখ, ঘড়িষার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি  আকবর হাওলাদার, সাধারন সম্পাদক লিয়াকত হোসেন মুন্সি।
 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম মামলার রায় প্রদান করেন ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রব খান। প্রধান অতিথির বক্তব্যে মাস্টার হাসানুজ্জামান বলেন, সরকার মানুষের জীবনমানের উন্নয়নে জন্য ৫ টি মৌলিক  চাহিদা পুরনের পরে তাঁদের উন্নত জীবনের সুবিধা দিতে কাজ করে যাচ্ছে। জনগনের ন্যায় বিচার নিশ্চিতের জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। এর ফলে দেশের প্রান্তিক জনগনের বিচার প্রাপ্তি সহজ হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঘড়িষার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ খোকন বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।