• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভেদরগঞ্জে ফসল প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৭ জুন ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান,গম ও নাবী পাট বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত ফসল প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার  ছয়গাঁও ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত  মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আমির হামজা। 

 উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম এর সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি অফিসার  মামুনুর রশিদ হাসিব,আল আমিন, খন্দকার আমির হোসেন, এস এম তুহিন। বক্তব্য রাখেন দৈনিক হুংকার  এর নির্বাহী সম্পাদক এম হারুন অর রশীদ, কৃষক জয়নাল আবেদীন খান,আরিফ সরদার।মাঠ দিবসে মোট ৫৫ জন কৃষক অংশগ্রহণ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক  কৃষিবিদ আমির হামজা বলেন, করোনার প্রাদুর্ভাব আমাদের শিল্প,ব্যবসা বানিজ্য হুমকীর মুখে। তাই আমাদের সদাসয় সরকার আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিকে গুরুত্ব দিয়ে কাজ করছে  জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষি আজ সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। তারই  পুরনো ধ্যন ধারণা নির্ভর কৃষি দিন শেষ হয়ে গেছে। সরকার কৃষিকে আধুনিক ও যান্ত্রিকী করনের জন্য বিভিন্ন ধরনের সহায়তা,প্রনোদনা, ভর্তুকি দিয়ে যাচ্ছে। এজন্য সরকার বিনা বীনামূল্যে বীজ সার ও প্রনোদনা প্রদানার পাশাপাশি  ৫০% ভাগ ভর্তুকি  দামে কম্বাইন্ড হারভেস্টার, রিপার ও সেচ যন্ত্র প্রদান করছে।

আমি আশাকরি কৃষক ভাইয়েরা সরকারের সহায়তার  সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের  জাতিয় অগ্রগতিতে অবদান রাখতে পারেন। কৃষিবিদ ফাতেমা ইসলাম তার বক্তব্যে আরো বলেন, বৃষ্টি নির্ভর পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকারী আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বান্ধব সরকারের গৃহীত পদক্ষেপে ভেদরগঞ্জ  উপজেলায় ১৩৯০ জন কৃষক পাচ্ছেন বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার।