• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘শেখ হাসিনা সবাইকে স্ব স্ব ধর্মপালনের স্বাধীনতা দিয়েছেন’

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ
ইয়ং বাংলার আহবায়ক,স্বনির্ভর শরীয়তপুরের স্বপ্নদ্রোষ্টা ও শরীয়তপুর-৩ আসনে সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক বলেছেন,জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের স্ব স্ব ধর্ম পালনের স্বাধিনতা দিয়েছেন। আওয়ামীলীগ সরকারে আমলেই সকল ধর্মের মানুষ তাদের ধর্মিয় মত প্রকাশের সুযোগ পাচ্ছে। সরকারি ভাবে মসজিদ মন্দির নির্মিত হচ্ছে। এ দেশ রোজা ও পূজা পাশাপাশি পালিত হয়েছে। মানবতার জননী শেখ হাসিনার আন্তরিকতার কারনে সকল সূচকে  বাংলাদেশের অগ্রগতি চলমান রয়েছে। অথচ বিশ্বের বড় বড় দেশ করোনার দূর্যোগে ধরাশায়ি হয়েছে।

দেশের করোনা প্রসঙ্গে তিনি বলেন, সংক্রমণ এক সময় ৩৩ শতাংশ থাকলেও বর্তমানে তা সাড়ে চার শতাংশে নেমে এসেছে। শুধু সংক্রমণই নয়, একসময় দৈনিক মৃত্যু ৩০০ জনের কাছাকাছি হলেও বর্তমানে তা ২১ জনে নেমে এসেছে।

নাহিম রাজ্জাক আজ সোমবার দুপুরে তার নির্বাচনী এলাকার  পৈতকাটি সার্বজনীন দূর্গ মন্দির পরির্দশন কালে সমবেত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বক্ষণিক নির্দেশনা, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও গণমাধ্যমসহ সবার সম্মিলিত চেষ্টায় আমাদের দেশের করোনা ২য় ঢেউও  নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফলে খুলে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। ব্যবসা-বাণিজ্যের গতি ফিরে এসেছে। প্রায় স্বাভাবিক হয়ে এসেছে জীবনযাত্রা। 

নিজ নির্বাচনী এলাকায় তিন দিনের সফরের প্রথম দিনে বিভিন্ন উন্নয়কাজ পরির্দশন ,উদ্বোধন ও সন্ধায় স্থানীয় মালগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখবেন।

পরির্দশন কালে তার সাথে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামীলীগ সভাপতি(ভারঃ) বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা থানা অফিসার ইনচার্জ শরীফ আহমেদ।