• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরা উপজেলায় ৩ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি :

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধে নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ বুধবার (২০ সেপ্টেম্বর) অভিযান পরিচালিত হয়েছে জাজিরা উপজেলার হাসপাতাল রোড ও ব্যাংকের মোড় এলাকার ।

 

অভিযানে খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান, ঔষধের দোকান ও বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। এসময় ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে মোট ২৭,০০০/- টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় মেসার্স মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারকে ২০,০০০/- টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও  ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় করায় মেসার্স মুনিয়া ফার্মেসিকে ২,০০০/- টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করায় মেসার্স ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫,০০০/- টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে।

 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত আজকের এই অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সাগর মল্লিক, জেলা ক্যাব সভাপতি জনাব বিল্লাল হোসেন খান ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।