• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথের মানুষ- নাহিম রাজ্জাক এমপি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক বলেছেন, লোকজনকে দেখানোর জন্য আন্দোলনের প্রতিযোগিতায় নেমেছে বিএনপি। রক্তে হলি খেলায় মেতেছে। প্রতিদিন উসকানিমূলক কথাবার্তা,  স্লোগান ও কর্মসূচি দিচ্ছে। রাস্তাঘাট অবরোধ-আটকে মানুষের চলাফেরায় ভোগান্তি সৃষ্টি করছে। তারা অহেতুক পুলিশের ওপর আক্রমণ করে। তিনি বলেন, ‘প্রতিদিন আন্দোলন কর্মসূচি দেওয়ার মতো কোনও কারণ নেই। সরকারের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। সেটিই সরকার করছে।’

শনিবার (২৪ সেপ্টেম্বর)  শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা  জেলা পরিষদ ডাকবাংলোর অডিটোরিয়ামে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাথে মত বিনিময় কালে প্রধান অতিথি  বক্তব্যে এ সব কথা বলেন।

ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে,উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক হাজি আবদুল মান্নান হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান বেপারী, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদার, মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি অরুন হাওলাদার, ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন মোল্যা,রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল বিপ্লব সিকদার, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি সালাহউদ্দীন মাদবর।

আগামী মাসের ১২ তারিখ ভেদরগঞ্জ সরকারি এম এ রেজা কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সাবেক মন্ত্রী কর্নেল অবঃ ফারুক খান এমপি প্রধান অতিথি ও সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বিশেষ অতিথি  থাকবেন।
সভায় নাহিম আরো বলেন,

বিএনপি আন্দোলনে কোনও দিন সফল হয়নি  ‘২০১৪ সালে বিএনপি একটানা তিন মাস আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও, গাড়ি ভাঙচুর, মানুষকে পুড়িয়ে মারাসহ তাণ্ডব চালিয়েছিল। তখনও তারা সফল হয়নি। তিন মাসেও সফল হয়নি। আর এখন উসকানিমূলক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের মাধ্যমে তাণ্ডব সৃষ্টি করে সফল হতে পারবে না। তাদের জনগণ প্রতিহত করবে।’

আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথের মানুষ, তাদের রাজপথের আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না জানিয়ে তিনি বলেন, ‘আমরাও রাজপথের মানুষ। আওয়ামী লীগের প্রায় সব নেতাকর্মীই রাজপথে আন্দোলন করেছেন, জেল খেটেছেন, মামলা-মোকদ্দমা মোকাবিলা করেছেন। আগামী দিনেও যেকোনও পরিস্থিতি মোকাবিলা করবেন।’