• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মা ইলিশ রক্ষা অভিযানে ভেদরগঞ্জে আটক২৬

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ মা ইলিশ রক্ষা অভিযানের ৬ষ্ঠ দিনে মঙ্গলবার ১১ অক্টোবর সন্ধ্যা থেকে ১২ অক্টোবর বুধবার ভোর ৪ টা পর্যন্ত  ভেদরগঞ্জ  উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ ভাবে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৬ জেলেকে আটক করছে। এসময় প্রশাসন ২টি  ট্রলার,২৬০ কেজি মা ইলিশ ও ৫লক্ষ মিটার জাল জব্দ করতে সক্ষম হয়।

আটককৃত জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮ জনকে অর্থদন্ড ও বাকী ১৮জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। জাল পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে। মা ইলিশ মাছ গুলো স্থানীয় বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।

 ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী কমিশনার(ভুমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম , নৌ পুলিশ ফাঁড়ি কর্মকর্তাসহ মৎস্য বিভাগের কর্মচারীগন।

 ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, সারারাত মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করে ভেদরগঞ্জ উপজেলার পদ্মানদী থেকে ইলিশ ধরার সময় ২৬ জনকে আটক করতে সমর্থ হই। তাদের মধ্যে ৮জনকে ৫হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থদন্ড ও বাকী ১৮ জনকে ২০দিন করে কারাদ- দেয়া হয়েছে । জব্দ করা হয়েছে ২ টি ট্রলার। জব্দকরা ম্ছ গুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। জব্দকরা জাল পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, মা ইলিশের ডিম ছাড়ার সময়ে সত্যিকারের জেলেরা মাছ ধরেন না। প্রকৃত জেলেরা নদী এবং নদীর মাছকে আগলে রাখতে চান কিন্তু কিছু সন্ত্রাসী বিভিন্ন এলাকা থেকে মানুষজন ভাড়া করে এনে নদীতে সিন্ডিকেট গড়ে তোলেন। গতরাতে আমরা ২৬ জেলেকে আটক করতে সক্ষম হই। তাদের প্রত্যেককে ২০দিন করে কারাদন্ড দেওয়া হয়েছে।