• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরায় জেলা স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবদুল আলিম বেপারী বলেন, বিএনপি আবারও জ্বালাও পুরাও সহ নৈরাজ্য শুরু করেছে। শুরু করেছে সহিংসতা। তারা পেট্রোল বোমা নিক্ষেপ করে, স্কুল ও বাড়ি-ঘরে আগুন দিতে চায়। রাস্তাঘাটে জনসাধারণের উপর হামলার পরিকল্পনা করছে, তাদের এসব নৈরাজ্য ও অপরাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে। নইলে বিএনপির এসব অরাজকতার দাঁতভাঙ্গা জবাব দিবে পালং-জাজিরাসহ দেশে বাসী।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে শরীয়তপুর জাজিরা উপজেলার গঙ্গানগর বাজারে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব আব্দুল আলিম বেপারী।

এসময় সময় বক্তারা আরো বলেন, একসময় বিএনপি’র পেট্রোল বোমায় বাস ট্রাকের ভেতরে জীবিত মানুষ পুড়ে কয়লা হয়ে ছিল। সে বীভৎসতার কারণে ঢাকায় বার্ন ইউনিট খোলা হয়েছে। তারা মানুষের কল্যাণে কাজ না করে, সন্ত্রাস করে পেট্রোল বোমার নিক্ষেপ করে, উন্নয়নকে বাধাগ্রস্ত করলে, এসব জঘন্য কর্মকাণ্ডের জবাব মানুষ রাস্তায় নেমে দিতে বাধ্য হবে।

তিনি আরো বলেন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় একজন মানুষও না খেয়ে থাকেনি। এ সরকারের আমলে স্কুল কলেজ ও রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। শিক্ষার্থীরা বিনা বেতনে লেখাপড়ার সুযোগ পেয়েছে। বিনা টাকায় বই পাচ্ছে। বাংলার মানুষের এখন আস্থার নাম শেখ হাসিনাকে। তাই আগামী নির্বাচনের শেখ হাসিনার সরকারকে বিজয়ী করতে সকলকে এগিয়ে আসতে হবে।

জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম (মিন্টু)’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-মানব সম্পাদক সম্পাদক কেএম ফারুক হোসেন (মুন্না), স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন খান, জয়নগর ইউপি সদস্য হালিম তালুকদার, নূর হোসেন কাজী, বরকত মাদবর, নুরুজ্জামান মুন্সী, ছালেক খান, আজাহার মাদবর, জসিম শিকদার, স্বপন মাদবরসহ স্থানীয় কয়েক হাজার নেতা কর্মী।