• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরায় ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি পেলেন জাজিরার কৃষক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধি : স্মার্ট বাংলাদেশে, কৃষি হবে যান্ত্রিক ও আধুনিক এই লক্ষ্যে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় জাজিরা উপজেলায় ৫ জন কৃষকের মাঝে ৫০ ভাগ ভর্তুকির আওতায় পাওয়ার থ্রেসার ও মেইজ শেলার বিতরণ করা হয়েছে। ভর্তুকির মাধ্যমে  পাওয়ার থ্রেসার প্রাপ্ত কৃষকরা হলেন সেনেরচর ইউনিয়নের সালাম খান, জাজিরা ইউনিয়নের রিপন বেপারী,  পালেরচর ইউনিয়নের শেফালী বেগম এবং মেইজ শেলার ( ভূট্ট মাড়াই যন্ত্র) পাওয়া কৃষকরা হলেন  কুন্ডেরচর ইউনিয়নের মোস্তাক খান,   উপজেলার মুলনা ইউনিয়নের সাইদুর মাদবর।

 উপজেলা নির্বাহী অফিসারমো. কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে কৃষি যন্ত্রপাতি ভর্তুকি নিয়ে ব্রিফিং করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জামাল হোসেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম নুরুল হক,  অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মো. নাজমুল হুদা,  কৃষি সম্প্রসারণ অফিসার,  সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার,  উপসহকারী কৃষি অফিসার বৃন্দ, কাউন্সিলর গন,  প্রকল্প ভুক্ত কৃষক সহ অন্যান্য সুধীবৃন্দ।

 বক্তব্যে সবাই  মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং  সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাজিরার  উপজেলার কৃষি এক সময়  যান্ত্রিক ও স্মার্ট কৃষিতে রুপান্তরিত হবে মর্মে  আশাবাদ ব্যক্ত করেন।