• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে ১৩ মন জাটকা জব্দ,৪ জনের জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের  ভেদরগঞ্জ উপজেলা মৎস্য অফিস,উপজেলা প্রশাসন ও পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৫২০  কেজি জাটকা ইলিশ জব্দ ও ৪  জনকে অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকালে ভেদরগঞ্জ বাজারে অভিযান চালায় মৎস্য কর্মকর্তারা।

 ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন স্যারের নির্দেশে, উপজেলা মৎস্য অফিস থানা পুলিশের সহায়তায় ভেদরগঞ্জ উপজেলা সদরের ভেদরগঞ্জ  বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন মাছ বিক্রেতার কাছ থেকে মোট ১১০ কেজি জাটকা জব্দ করে। এর পূর্বে উপজেলার আর্শিনগন থেকে পরিবহনের সময় ২৫০ কেজি ও ডিএম খালি থেকে ১৬০ কেজি পরিমান জাটকা জব্দ করা হয়।

 পড়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম এর নেতৃত্বে পৃথক ২টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে ১৮৮ ধারায় আটককৃত ২ অটো চালক ও তাদের ২ সহযোগিসহ ৪ জনকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড দেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের উপজেলার কাঁচিকাটা থেকে আর্শিনগর পর্যন্ত পদ্মা মেঘনায় ইলিশ  বিচরণ করে। আমরা জেলেদের নিশিধ্য সময় জাটকা না ধরার জন্য সচেতন করছি। সরকার এ সময় তাদের খাদ্য সহায়তা প্রদান দিচ্ছে। এর পরেও জাটকা ধরলে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি।