• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

যৌথ অভিযানে এক ইটভাটা বন্ধ অপরটির জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩  

শরীয়তপুর জেলা পরিবেশ অধিদপ্তর ও ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে উপজেলার রামভদ্রপুর একটি ইটভাটা বন্ধ ও নারায়নপুরে অপর ১টি ইট ভাটাকে জরিমানা করেচে ভ্রাম্যমান আদালত।

 সোমবার(১০এপ্রিল) প্রথমে ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের দালাল কান্দি গ্রামের নিউ বিসমিল্লাহ ব্রিকস ও পরে নারায়ণপুর ইউনিয়নের নিউ ন্যাশনাল ব্রিকস এ অভিযান চালায় জেলা পরিবেশ অধিদপ্তর ও ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন।

 ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রাসেল রোমান, ভেদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার মোঃ ইমামুল হাফিজ নাদিম।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রাসেল রোমান জানান, লাইসেন্স বিহীন ইটভাটা পরিচালনা, নদী কেটে ইটের ভাটায় মাটি ব্যবহার ও নদীর তীরের মাটি কেটে ইটভাটায় ব্যাবহারসহ অনুমতি বিহীন মাটি উত্তোলনের  দায়ে ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের দালাল কান্দি গ্রামের নিউ বিসমিল্লাহ ব্রিকস এর কার্যক্রম বন্ধ এছাড়া নারায়ণপুর ইউনিয়নের নিউ ন্যাশনাল ব্রিকস কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধভাবে উত্তোলিত মাটি দ্বারা তৈরী কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে।