• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

অগ্নিকান্ডে মৃত দুই শিশুর পরিবারকে টিন ও টাকা প্রদান

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩  

সম্প্রতি সখিপুর ইউনিয়নে অগ্নিকা-ে পুড়ে মারা যাওয়া দুই শিশুর পরিবার কে ঘর নির্মাণের জন্য ৪ ব্যান্ডেল টিন ও ১২ হাজার টাকা প্রদান করা হয়েছে।বুধবার (১২ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিক ভাবে নিহত  দুই শিশু সামিয়া  ও ভাই আরাফাতের পিতা  মুনসুর বেপারীর হাতে টিন ও নগদ অর্থের চেক তুরে দেয়া হয়।

ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে টিন ও নগদ টাকার চেক তুলে দেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মানিক, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরদার,দপ্তর সম্পাদক মুজাহিদুর রহমান মাঝি প্রমুখ।

উল্লেখ্য গত ৩ এপ্রিল রাতে ঘরে আগুন লেগে  সখিপুর ইউনিয়নের আশ্রফ বেপারী কান্দি গ্রামের মুনসুর বেপারীর তিন সন্তান মীম, সামিয়া ও আরাফাত আহত হয়। পরদিন মঙ্গলবার ভোররাতে তাদের শরীয়তপুর থেকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সামিয়া (১২) ও ভাই আরাফাতের (৮) মৃত্যু হয়। এ ঘটনায় অপর বোন মীম (১৪) এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুরøাহ আল মামুন জানান, অগ্নিকান্ডের পরপরই আমরা মাননীয় উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম মহোদ্বয়ের নির্দেশে আমরা পরিবারটি খোঁজ খবর রাখছি। মাননীয় উপমন্ত্রী চিকিৎসাধীন  মীমের দায়িত্ব নিয়েছেন। আজ আমরা তার নির্দেশে তাদের পরিবারকে ৪ বান্ডেল ঢেউ টিন ও নগদ ১২ হাজার টাকা চেক প্রদান করলাম।