• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডিআইজি’র কাছে আত্মসমর্পণ করেছে তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ মে ২০২৩  

বরিশালের আগৈলঝাড়ায় ডিআইজি’র কাছে আত্মসমর্পণ করা উপজেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জাকির ফকির এবং সাজাপ্রাপ্ত ও অর্ধডজন মাদক মামলার আসামী সালাম ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। তারা দুই সহদর ভাই। থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মৃত. রফিজ উদ্দিন ফকিরের ছেলে জাকির ফকির ও তার ছোট ভাই ছালাম ফকিরকে ৪ মে (বৃহস্পতিবার রাতে) নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, ২০০০ সালের একটি মাদক মামলায় চলতি বছরের ৫ এপ্রিল ছালাম ফকিরের অনুউপস্থিতিতে বরিশালের একটি আদালত চার বছরের সাজা দেয়। এরপর থেকে পলাতক ছিল ছালাম। ছালামের বিরুদ্ধে আদালতে প্রায় অর্ধডজন মামলা চলমান রয়েছে। তার বড়ভাই উপজেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জাকির ফকির মাদক বিক্রি করবে না মর্মে বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামের কাছে আত্মসমর্পন করেছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এরপরেও দুই ভাই গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদ পেয়ে এসআই শফি উদ্দিনের নেতৃত্বে ৪ মে রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে শুক্রবার সকালে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এ ব্যাপারে ওসি(তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামী ও মাদক ব্যবসায়ী দুই ভাইকে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।