• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

শরীয়তপুর বার্তা

জাজিরায় বোরো ধান কর্তন উৎসব পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ মে ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ জাজিরা উপজেলা কৃষি অফিসার এর কার্যালয়ের ইদ্যোগে উপজেলার মুলনা ইউনিয়নের  লাউখোলা মিরাশা ব্লকে এ ধান কর্তন উৎসব পালিত হয়েছে।
 বুধবার (১০ মে) সরকারের প্রনোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমের বোরো ধান, হাইব্রিড এসিআই- ১ জাতের নমুনা শস্য কর্তন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির   উপ পরিচালক কৃষিবিদ ড.রবিআহ নূর আহম্মদ।উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলার  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জামাল হোসেন,পরিসংখ্যান অফিসার,মো:  মাহমুদুল হাসান,উপ সহকারী কৃষি অফিসার নাসিরুদ্দিন হাওলাদার, জেসমিন  আক্তার,ইমতিয়াজ হোসেন। এবং স্থানীয় ব্লকের  কৃষকগন। কর্তন শেষে  কাচা অবস্থায় ২০ বর্গমিটারে ফলন ১৮.৫ কেজি,শুকনা অবস্থায় ১৫.৮৫, আর্দ্রতা২৬.৩%,হেক্টর প্রতি ফলন শুকনা ৭.৯২।
প্রধান অতিথি শরীয়তপুর জেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির   উপ পরিচালক কৃষিবিদ ড.রবিআহ নূর আহম্মদ বলেন,আমাদের সদাশয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনা একজন কৃষি ও কৃষক  বান্ধব নেতা। তিনি ধানসহ কৃষি পন্যের উৎপাদন বৃদ্ধির বিক্রি ও বিপননের আমাদের নির্দেশনা  দিয়েছেন। সে অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছি। এবছর প্রকৃতির বিরূপ প্রভাবের পরেও কৃষি বিভাগের চেষ্টায় আল্লাহ  রহমতে ধানের ফলন প্রত্যার চেয়ে বেশী হয়েছে।