• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

শরীয়তপুর বার্তা

তিন দোকানীকে ২৬ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকারের

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধি : পন্য ও ঔষধের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা, পন্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও  অবৈধভাবে ঔষধের মূল্য মুছে ফেলাসহ বিভিন্ন অনিয়মের কারণে তিন দোকানীকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে শরীয়তপুরের জাজিরা উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাজিরা বাজার ব্যাংক মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজী জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধে নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ জাজিরা বাজার ব্যাংকের মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পন্যের দোকান ও ঔষধের দোকান পরিদর্শন করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, যথাযথভাবে মূল্য তালিকা  প্রদর্শন না করা, পন্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করায় জাজিরা বাজারের মেসার্স আশিক এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, বিক্রির উদ্দেশ্যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিসিয়ান স্যাম্পল প্রদর্শন, অবৈধভাবে ঔষধের মূল্য মুছে ফেলাসহ বিভিন্ন অনিয়মের কারণে মেসার্স শাহিন ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং মেসার্স মোল্লা ফার্মেসিকে ৬ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

এসময় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজী, জেলা ক্যাব সভাপতি জনাব মোঃ বিল্লাল হোসেন খানসহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।