• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ: পানিসম্পদ উপমন্ত্রী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩  

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ ঐক্যবদ্ধ। জনগণ জানে শেখ হাসিনা মানেই উন্নয়ন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিশ্বে মানবতার মা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
বুধবার শরীয়তপুরের সখিপুরের চরভাগা এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, জনগণ বিএনপিকে বারবার প্রত্যাখ্যান করেছে। এ কারণে সবসময় ফাঁকা মাঠ খোঁজা তাদের অভ্যাস। বিএনপি মুখে যতোই গণতন্ত্রের কথা বলুক, তাদের মন-মস্তিষ্কে সবসময় গুম, হত্যা, ষড়যন্ত্র, মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয় ঘুরে বেড়ায়।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সবসময় মানবতার পাশে থাকেন। যেকোনো দুর্যোগে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীরাই বারবার দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

এনামুল হক শামীম বলেন, শেখ হাসিনার সরকার গত ১৪ বছরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উন্নয়ন করেছেন। বারবারই প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। তাই উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে, শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- শরীয়তপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ কাইয়ুম, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরৎ চন্দ্র বৈদ্য, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমুখ।