• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

লিটন হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩  

শরীয়তপুরের জাজিরার আলোচিত লিটন বেপারী হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন ও দু’জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. তারিক এজাজ এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আমিনুল ইসলাম। নিহত লিটন বেপারী জাজিরা পৌরসভার রাড়ীপাড়া এলাকার মৃত আবু সিদ্দিক বেপারীর ছেলে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মজিবর মাদবর, আওলাদ মাদবর, সুজন মাদবর, মোকাদ্দেস মোল্লা, রবুল্লা মাদবর, আব্বাস মাদবর, জলিল খাঁ, এস্কেন্দার মোল্লা, চাঁন মিয়া মাদবর, মকবুল মাদবর ও আল আমিন মাদবর।

তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত নুরুল আমিন খাঁ আটক রয়েছেন। এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত মনির মোল্লা পলাতক রয়েছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের মধ্যে শেষের ছয়জন পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১০ সালের ৯ মার্চ জাজিরা পৌরসভার রাড়ীপাড়া গ্রামের শামছুল মাদবরের বাড়ির সামনে জলিল খাঁ, এস্কান্দার মোল্লা, চান মিয়া মাদবর গংরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে লিটন বেপারীকে হত্যা করেন।

এ ঘটনায় জাজিরা থানায় লিটন বেপারীর ভাই মতিউর রহমান বাদী হয়ে ৩৩ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আরো দু’জনকেসহ মোট ৩৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেয়। আজ ৩৫ জন আসামির মধ্যে মামলার রায়ে ২২ জনকে খালাস দেন আদালত। ১১ জনকে যাবজ্জীবন ও দু’জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।