• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

পাঁচ হাজার পিস ইয়াবাসহ আটক দুই

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের সখিপুরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে সখিপুর থানা পুলিশ।

 চরসেনসাস ইউনিয়নের পূর্ব বালাকান্দির একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
 
গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযানে  পরিচালনা করেন।

আটককৃতরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া থানার দক্ষিণ ডেপসা এলাকার আলি জোহার পুত্র মো. সফুর (২৭)ও বরিশালের মুলাদী থানার উত্তর বালিয়া তলি এলাকার মোকসেদ ফকিরের পুত্র ফিরোজ (৩৮)।

ভেদরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান  জানান,গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে  ৫ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে।আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে।