• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

৩৫ লক্ষ টাকার চেক বিতরণ করলেন উপমন্ত্রী শামীম

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা- এর পক্ষ থেকে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় ৩৪ টি মসজিদ-মাদ্রাসার উন্নয়নের জন্য ৩৪ লক্ষ ৮৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

 মঙ্গলবার(১৭ অক্টোবর) দুপুরে সখিপুরের চরভাগা আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়া কমিউনিটি সেন্টারের থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধর করেন পানিসম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, এমপি।

ভেদরগগঞ্জ উপজেরা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন   বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুর হাসেম মিয়া, সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মানিক,ডিএমখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন হক আবু।

প্রধান অতিথি পানিসম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক  সাংগঠনিক সম্পাদক  এ কে এম এনামুল হক শামীম এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের সকল সম্প্রদায়ের, সকল ধর্মের মানুষদের এক সূত্রে গেঁথেছিলেন। তারই ধারাবাহিকতা তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ আজ অসাম্প্রদায়িকতার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের দৃষ্টান্ত বিরল। এখানে মুসলমানদের ধর্মীয় উৎসবগুলোতে যেমন সকল ধর্মের মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন, ঠিক তেমনই অন্য ধর্ম্বাবলম্বীদের ধর্মীয় উৎসবগুলোতে মুসলমান সম্প্রদায়ের সকল মানুষ একইভাবে অংশগ্রহণ করেন।সব ধর্মের মুল বাণী মানুষের কল্যাণ উল্লেখ করে।