• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৬ ১৪৩০

  • || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
২৫ দিনের হরতাল-অবরোধে গণপরিবহন খাতে ক্ষতি ১৭ হাজার কোটি আন্তর্জাতিক পর্বত দিবস আজ পর্বত পরিবেশের ভারসাম্য বজায় রাখার অন্যতম উপাদান: রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি

হরতাল ও নৈরাজ্যর প্রতিবাদে ডামুড্যায় বিক্ষোভ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ জামায়াত ও বিএনপির নৈরাজ্য, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হরতালের প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল ১০ টার সময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সামনে এসে শান্তি সমাবেশ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, সহ-সভাপতি এমদাদুল হক ইনু, আনোয়ার হোসেন মাল, আওয়ামীলীগ নেতা শাখাওয়াত মোল্লা, রিংকু খান, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস ওয়াহিদ, সাধারণ সম্পাদক শামীম বেপারী,যুগ্ন সম্পাদক মোঃ সুমন মাদবর, সাবেক ছাত্রনেতা রুবেল মাদবর, ছাত্রলীগ সভাপতি এনামুল হক ইমরান, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগন।এ সময় বক্তারা জনগনের জান ও মালের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশে আওয়ামীলী নেতাকর্মীরা অতন্ত্র প্রহরীর ন্যায় রাজপথে থাকবে।