• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে অটোরিকশাচালকে খুন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের সখিপুর থানায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সখিপুর থানার চরভাঘা ইউনিয়নের চর দুলারচর এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নিহত রিকশাচালকের নাম মো. হাবিব মাদবর   (২২)। তিনি ওই ইউনিয়নের পশ্চিম মাঝিকান্দি এলাকার মৃত কালাচাঁন মাদবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হাবিব মাদবরের সঙ্গে স্থানীয় অটোরিকশাচালক আরিফ মালের মধ্যে অটোরিকশা নিয়ে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর আরিফ হাবিব মাদবরের ওপর ক্ষিপ্ত হয়। তাই আজ দুপুরে হাবিব মাদবর অটোরিকশায় যাত্রী নিয়ে নড়িয়া উপজেলার ঘড়িসার বাজার থেকে সখিপুর থানার চর দুলারচর এলাকায় যাচ্ছিলেন। তখন পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আরিফ মাল ও তাঁর সহযোগীরা হাবিব মাদবরের অটোরিকশা থামিয়ে ছুরি দিয়ে হাবিবের পেটসহ বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যান। এতে হাবিব মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনায় নাহিদ সরদার (২১) নামের একজনকে আটক করেছে পুলিশ

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, মূলত দুই অটোরিকশা চালকের মধ্যে পূর্ব শত্রুতা নিয়েই এই ঘটনার সৃষ্টি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একজনকে আটক করা হয়েছে। এছাড়া থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।