• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

অর্ধশত মামলার আসামিই যখন বিএনপির মেয়রপ্রার্থী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১  

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী শাহাদাত হোসেন। পেশায় চিকিৎসক শাহাদাতের বিরুদ্ধে রয়েছে ৪৮ মামলা। রয়েছে ঋণখেলাপির খ্যাতিও। নির্বাচনের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া হলফনামা বিশ্লেষণ করে জানা গেছে এসব তথ্য।

জানা গেছে, ৫৪ বছর বয়সী শাহাদাতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক আইন, সন্ত্রাসবিরোধী আইন, দ্রুত বিচার আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় ৪৮টি মামলা রয়েছে। এই মামলাগুলোর অধিকাংশই রয়েছে বিচারাধীন।

এছাড়া উত্তরা ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছে তিন কোটি ২ লাখ ২৫ হাজার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কাছে ২৯ লাখ ৮১ হাজার ১৩২ এবং অন্যান্য খাতে দুই লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা ঋণ রয়েছে তার।

শুধু তাই নয়, অল্প সময়ে শাহাদাত গড়েছেন সম্পদের পাহাড়। নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অবস্থিত দ্য ট্রিটমেন্ট সেন্টার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারটির স্বত্বাধিকারী তিনি, যার ব্যবসায়িক মূলধন ৩ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৬০০ টাকা।

নগরীর বাকলিয়া ডিসি সড়ক এলাকার স্থায়ী বাসিন্দা শাহাদাত থাকেন বাদশা মিয়া সড়কের একটি ফ্ল্যাটে। নিজের মালিকানাধীন ২৪ লাখ ৩০ হাজার টাকা মূল্যের দুটি অকৃষি জমি রয়েছে তার। রয়েছে ৩৫ লাখ টাকা মূল্যের একটি অ্যাপার্টমেন্ট। এছাড়াও আটতলা একটি আবাসিক ভবনের আট ভাগের একাংশের মালিক তিনি।

এদিকে, শাহাদাত হোসেনের মনোনয়ন পাওয়া প্রসঙ্গে ক্ষোভ ঝেড়েছেন দলের একাধিক নেতাকর্মী। নাম প্রকাশে অনিচ্ছুক নগর বিএনপির জ্যেষ্ঠ এক নেতা বলেন, মামলার আসামি, ঋণখেলাপিরা মনোনয়ন পেয়ে প্রার্থী হয়, অথচ ত্যাগীদের মূল্যায়ন হয় না। এসব কারণেই বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনসমর্থন না থাকলে একটি দল উঠে দাঁড়ানো কখনোই সম্ভব নয়।

বিএনপির আরেক নেতা বলেন, বিএনপির রাজনীতি মানেই টাকার খেলা হয়ে গেছে। কিছুদিন আগে ছাত্রদলের কমিটি নিয়ে যা হলো, তা সবাই দেখেছে। এখনো বিষয়টির স্থায়ী কোনো সুরাহা হয়নি। আসলে ত্যাগীরা ত্যাগীই রয়ে যায়। আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়ারা নেতা হয়।

করোনার কারণে স্থগিত হওয়া চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি। সব কেন্দ্রে ইভিএমে হবে ভোটগ্রহণ। নির্বাচনী বিধি অনুযায়ী শুক্রবার থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী হিসেবে লড়ছেন এম রেজাউল করিম চৌধুরী।