• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঈদের পরও কোনো কর্মসূচি নেই বিএনপির

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ মে ২০২১  

ক্ষমতা হারানোর পর থেকে প্রতি বছরই ঈদের পর নানা আন্দোলন-সংগ্রামের কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। তবে বরাবরই ঈদ শেষে খোলা মুড়ির মতো নেতিয়ে যায় বিএনপি। এ নিয়ে প্রতিবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নানা ট্রলের সম্মুখীন হতে হয়েছে।

এবারও বিএনপি আগে থেকেই ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল। তবে করোনা পরিস্থিতির পাশাপাশি খালেদা জিয়ার বিদেশ নেয়ার ইস্যুতে দ্বিধাগ্রস্ত বিএনপির নেতারা।

তাই এবার ঈদের পর বিএনপি কী আন্দোলনের ডাক দেবে, নাকি ভিন্নপথ অবলম্বন করবে, সেটি নিয়েও আগ্রহের কমতি নেই সাধারণ মানুষের।

এসব বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক সিনিয়র নেতা বলেন, দেখুন, আমরা আন্দোলনের মধ্যেই আছি। প্রতিদিন প্রেসব্রিফিং করাটাও আন্দোলনের অংশ। ঈদের পর আন্দোলন নিয়ে দলের অভ্যন্তরে নানা মত রয়েছে। কিছু সংকীর্ণতার কারণে আমরা ঘোষণা দিয়েও কোনো ঈদের পর আন্দোলন করতে পারিনি- এটা সত্যি। 

তিনি আরো বলেন, তবে আমাদের আন্দোলনের ইচ্ছা আছে। সেটা ঈদের পরও হতে পারে বা আগেও হতে পারে। এসবই নির্ভর করছে পরিস্থিতির ওপর।

তিনি বলেন, আপাতত পরিস্থিতি শান্ত, তাই এবার ঈদের পর অন্তত আন্দোলন হচ্ছে না। তবে আমরা প্রতিনিয়ত দাবি জানিয়ে যাব।

জানতে চাইলে দলের স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ঈদের পর আন্দোলন নিয়ে কম কথা শুনতে হয়নি। একটা কথা বলতে গিয়ে বলেছিলাম ঈদের পর আন্দোলন হবে, সেটি নিয়ে তো প্রতিনিয়ত ট্রলের শিকার হয়ে নাস্তানাবুদ হচ্ছি আমরা।