• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

আল্লাহর ভয়ে কান্না

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২  

আল্লাহর ভয়ে কান্না করা মুমিনের একটি বিশষ গুণ এবং একনিষ্ঠতার বড় প্রমাণ। আল্লাহর ভয় ঈমানের অপরিহার্য উপাদান। কেননা আশা ও ভয়ের মধ্যে ঈমান নিহিত। নবিগণের বৈশিষ্ট্যের ব্যাপারে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন-
ؕاِنَّهُمۡ کَانُوۡا یُسٰرِعُوۡنَ فِی الۡخَیۡرٰتِ وَ یَدۡعُوۡنَنَا رَغَبًا وَّ رَهَبًا ؕوَ کَانُوۡا لَنَا خٰشِعِیۡنَ
‘তারা সৎকাজে প্রতিযোগিতা করতো। আর আমাকে আশা ও ভীতি সহকারে ডাকতো। আর তারা ছিল আমার কাছে বিনয়ী।’ (সুরা আম্বিয়া : আয়াত ৯০)

জীবনের সব ক্ষেত্রেই শুধু আল্লাহকেই ভয় করতে হবে অন্যদের নয়। আল্লাহ তাআলা বলেন-
فَلَا تَخۡشَوُا النَّاسَ وَ اخۡشَوۡنِ
‘ সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় কর।’ (সুরা মায়েদা : আয়াত ৪৪)

আল্লাহর আজাবের ভয়ে ফেরেশতাদের ঈমান আনা সম্পর্কে আল্লাহ বলেন-
یَخَافُوۡنَ رَبَّهُمۡ مِّنۡ فَوۡقِهِمۡ وَ یَفۡعَلُوۡنَ مَا یُؤۡمَرُوۡنَ
‘তারা তাদের উপরে আল্লাহকে ভয় করে আর তারা তা-ই করে যা তাদের আদেশ দেয়া হয়।’ (সুরা নাহল : আয়াত ৫০)

আল্লাহ তাআলা আরও বলেন-
اِنَّمَا یَخۡشَی اللّٰهَ مِنۡ عِبَادِهِ الۡعُلَمٰٓؤُا
‘আল্লাহর বান্দাহদের মধ্যে তারাই তাঁকে ভয় করে যারা জ্ঞানী।’ (সুরা ফাতির : আয়াত ২৮)

আল্লাহর ভয় বান্দার অন্তরকে বিগলিত করে। আর বান্দার অন্তর বিগলিত হলে আল্লাহর ভয়ে চোখের পানি প্রবাহিত হয়। কেননা আল্লাহ তাআলা মানুষ ও তার অন্তরের মাঝে আড়াল হয়ে আছেন। আল্লাহ তাআলা বলেন-
وَ اعۡلَمُوۡۤا اَنَّ اللّٰهَ یَحُوۡلُ بَیۡنَ الۡمَرۡءِ وَ قَلۡبِهٖ وَ اَنَّهٗۤ اِلَیۡهِ تُحۡشَرُوۡنَ
‘আর জেনে রেখ যে আল্লাহ মানুষ ও তার অন্তরের মাঝে প্রতিবন্ধক হয়ে যান আর তোমাদেরকে তাঁর কাছেই একত্রিত করা হবে।’ (সুরা আনফাল : আয়াত ২৪)

সুতরাং আল্লাহকে ভয় করা খুবই জরুরি। আল্লাহর ভয়ে প্রকাশ্য ও গোপনে কান্নার মাধ্যমে নিজেদের সব পাপ-পঙ্কিলতা থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেদের পুতঃপবিত্র ও সৌন্দর্যমণ্ডিত করতে পারি।

আল্লাহ তাআলা সবাইকে বেশি বেশি তাঁকে ভয় করার তাওফিক দান করুন। আল্লাহর ভয়ের মাধ্যমে পরকালের কামিয়াবি অর্জন করার তাওফিক দান করুন। আমিন।