• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অপপ্রচারের অভিযোগে গ্রেফতার ১

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮  

 

বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে রাজধানীতে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিএমপি (ডিবি’র সাইবার সিকিউরিটি বিভাগ)।
সোমবার রাত সোয়া ১০টার দিকে ভাটারার খিলবাড়ির টেক এলাকা থেকে রবিউল আউয়াল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ ও আপত্তিকর পোস্টের ৮ পাতা স্ক্রীনশট উদ্ধার করা হয়। পরে তার দেখানো মতে কুমিল্লা থেকে একটি কম্পিউটার উদ্ধার করা হয়।


 
সাইবার সিকিউরিটি বিভাগ সূত্র জানায়, গত ১ মাসের অধিক সময় বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখে সাইবার সিকিউরিটি বিভাগের সোস্যাল মিডিয়া মনিটরিং টিম। এ সময় প্রযুক্তিগত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপপ্রচারকারী রবিউলকে শনাক্ত করা হয়।

প্রাথমিক জিজ্ঞসাবাদে রবিউল জানায়, অনলাইন পোর্টাল ব্রেকিংনিউজ২৪, প্রিয়নিউজবিডি, ওয়ানবিডি.নিউজ, সোনারবাংলা২৪. নেটসহ অসংখ্য নিউজ পোর্টাল ও ফেসবুক পেজ পরিচালনা করেন তিনি।

এসব যোগাযোগ মাধ্যম রাষ্ট্র, সরকার ও সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালাত রবিউল। তার কয়েকজন সহযোগী রয়েছে বলেও তিনি জানান।

এ বিষয়ে রবিউলের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়েছে। তার সহযোগীদের গ্রেফতারে কাজ করছে বলে জানিয়েছে সাইবার সিকিউরিটি বিভাগ।