• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

দ্রুতগতির ‘ওয়াইফাই ৬’ আসছে জানুয়ারিতেই

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯  

 


ল্যাপটপ, স্মার্টফোন, কম্পিউটার, ট্যাবলেট কিংবা ড্রোনে ইন্টারনেট সংযোগ পেতে ওয়াইফাই ব্যবহার করা হয়। প্রতিনিয়ত বাড়ছে এর ব্যবহার। এ ধারাবাহিকতা বজায় রাখতে ওয়াইফাই সেবার মান বাড়াতে প্রযুক্তির উন্নয়নের দিকেও নজর গবেষকদের। ২০২০ সালের জানুয়ারিতেই আসছে পরবর্তী প্রজন্মের ওয়াইফাই প্রযুক্তি, যার নাম ওয়াইফাই ৬।

জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া কনজ্যুমার ইলেক্ট্রনিক শো বা সিইএস ২০২০ আয়োজনে ওয়াইফাই ৬ উন্মোচন করা হতে পারে। ৭ থেকে ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হবে বিশ্বের সর্বধুনিক সব প্রযুক্তি নিয়ে প্রদর্শনীর আয়োজন। এরইমধ্যে অ্যাপল তাদের আইফোন ১১ সিরিজ, স্যামসাং তাদের নোট ১০ সিরিজে ওয়াইফাই ৬ প্রযুক্তি সাপোর্ট সুবিধা দিয়েছে। 

নতুন এই ওয়াইফাই ৬ প্রযুক্তিতে থাকছে ‘টার্গেট ওয়াক টাইম’ নামে নতুন একটি ফিচার। আর এর ফলে আপনার স্মার্টফোন, ল্যাপটপসহ বিভিন্ন ওয়াইফাই যুক্ত ডিভাইসগুলোতে পাওয়া যাবে পূর্বের তুলনায় বেশি ব্যাটারি ব্যাকআপ।

ওয়াইফাইয়ের নতুন সংস্করণটিতে থাকছে পূর্বের তুলনায় দ্রুত ডাটা ট্রান্সফার স্পিড। এক্ষেত্রে পূর্বের ওয়াইফাই ৫ এর তুলনায় নতুন ওয়াইফাই ৬ এর গতি হবে ৪০ শতাংশ বেশি। পূর্বের তুলনায় আরো কার্যকর ডাটা এনকোডিং টেকনোলজির ফলেই ওয়াইফাই ৬ এই উচ্চগতি দিতে সক্ষম হবে।