• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শেষ ১৬ নিশ্চিতে মাঠে নামছে জাপান-বেলজিয়াম, নামছে ক্রোয়েশিয়াও

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২  

কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিকেল ৪টায় উড়তে থাকা জাপানের প্রতিপক্ষ কেইলর নাভাসের কোস্টারিকা। ‘এফ’ গ্রুপে সন্ধ্যা ৭টায় হট ফেবারিট বেলজিয়াম লড়বে আফ্রিকার দেশ মরক্কোর বিপক্ষে। আর একই গ্রুপে রাত ১০টায় বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে কানাডা।

বিশ্বমঞ্চে এএফসির জয়োল্লাস। সৌদি আরব, অস্ট্রেলিয়া, ইরানের পর যে আনন্দ বয়ে বেড়াচ্ছে জাপান। ব্লু সামুরাইরা ইতিহাসকে লিখেছে নতুন করে। প্রথম ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির দম্ভ হয়েছে চূর্ণ।

নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার প্রতিপক্ষ হিসেবে তুলনামূলক সহজ। কারণ কনমেবল অঞ্চলের এই দেশটি প্রথম ম্যাচে ৭-০ গোলে রীতিমতো বিধ্বস্ত হয়েছে স্পেনের কাছে। তাইতো এ ম্যাচ জিতে সুপার সিক্সটিনের পথ সুযোগ করতে চায় জাপান।

অন্যদিকে আসরে টিকে থাকতে জিততেই হবে কোস্টারিকাকে। আগের ম্যাচে ৭ গোল হজম করলেও গোলবারে কেইলর নাভাসেই থাকবে ভরসা। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল কোস্টারিকা। তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল দলটি। আজ হারলে এবারও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে কোস্টারিকাকে।

এদিকে গ্রুপ 'এফ' এ বেলজিয়াম-মরোক্কো লড়াইও যেন অনেকটাই অসম। তবে প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে তুলনামূলক খারাপ খেলেও পূর্ণ তিন পয়েন্ট পেয়েছিল রেড ডেভিলস। তাইতো এ ম্যাচে ফর্মেশনে পরিবর্তন আনতে পারেন কোচ রবার্তো মার্টিনেজ।

নিজের প্রথম ম্যাচে গেলোবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার স্নায়ুর ভালোই পরীক্ষা নিয়েছিলো আফ্রিকার দেশ মরক্কো। পয়েন্টের জন্য এ ম্যাচে হাকিম জিয়েচের দিকেই তাকিয়ে থাকবে আফ্রিকান দলটি।

অন্যদিকে ৩৬ বছর পর বিশ্বকাপে ফেরা কানাডার আক্রমণাত্মক ফুটবল প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের। তাইতো এবার ক্রোয়েশিয়াকে ভড়কে দেয়ার পালা ডেভিস-ডেভিডদের। অন্যদিকে মদ্রিচের দলটার পয়েন্ট হারালেই বিপদ। গুরুত্বপূর্ণ এ ম্যাচে তাই বাড়তি দায়িত্ব নিতে হবে প্যারিসিচ-কোভাসিচদের।