• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যা ও গোসাইরহাটে দু‌টি ভাটা উচ্ছেদ ও জ‌রিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯  

শরীয়তপুর প্র‌তি‌নিধিঃ ইট পোড়ানো লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট তৈরি করায় শরীয়তপুরের ডামুড্যা ও গোসাইরহাট উপজেলায় দু‌টি ভাটা উচ্ছেদ ও জ‌রিমানা করা হয়েছে। ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক তুহিন আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদ ও জরিমানা করা ইটভাটাগুলো হলো– শরীয়তপুরের গে‌াসইরহাট উপ‌জেলার ‌টেংরা এলাকায় বিস‌মিল্লাহ্ ব্রিকস ও ডামুড্যা  উপ‌জেলার বাহাড্ডা এলাকার হাওলাদার ব্রিকস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর থে‌কে সন্ধ্যা পর্যন্ত দু‌টি অবৈধ ইটের ভাটা উচ্ছেদ ও জ‌রিমানা করা হয়। এ সময় গোসাইরহাট উপ‌জেলা নির্বা‌হী অফিসার মো. আলমগীর হুসাইন, পু‌লিশ ও ফায়ার সা‌র্ভি‌সের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক তুহিন আলম জানান, অবৈধভাবে পরিচালনা করায় দু‌টি ইটভাটা
বিস‌মিল্লাহ্ ব্রিকস ৫০ হাজার ও হাওলাদার ব্রিকস‌ ৫০ হাজার, মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া দুই‌টি ভাটা‌কে উচ্ছেদ করা হয়। ভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেন ও উচ্ছেদ করা হয়।