• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় অবৈধ ভেষাল জাল দিয়ে মাছ ধরার অভিযোগে যুবক আটক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৫ আগস্ট ২০১৯  

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের বেতমোড়া খালে অবৈধ ভেষাল (জাল) দিয়ে মাছ ধরার অভিযোগে একজন কে জরিমান ও তিন টি বড় মানের ভেষাল জাল জব্দ করা হয়েছে। সোমবার ৫ আগষ্ট সকাল ১০ টার সময় এ অভিযান চালানো হয়।

এ সময় মোঃ শরিফ (২৪) পিতা মোঃ নুরুল হক,গ্রাম বেতমোড়া, ইউনিয়ন ধানকাঠি কে অবৈধ ভেষাল দিয়ে মাছ ধরার অভিযোগে আটক করে ও তিন টি বড় মানের জাল জব্দ করে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়া আসা হয়।

পরবর্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আবদুলাহ আল মামুন উক্ত আটক কৃত শরিফ কে নগধ অর্থ জরিমানা করা হয় এবং আটককৃত জাল সকলের সম্মুখে পুরিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ সিরাজুল হক,সহকারী অফিসার রুহুল আমিন,ডামুড্যা থানার এ এস আই মোঃ ইলিয়াস হোসেন।