• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:

ফেরীঘাটে নিহত নড়িয়ার আনছুর পরিবারের পাশে জেলা প্রশাসক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৫ মে ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলা প্রশাসকের নির্দেশে কাঠালবাড়ি ফেরী ঘাটে নিহত আনছুর পরিবারকে একটি গাভী ও গোখাদ্য সহায়তা দিয়েছে নড়িয়া উপজেলা প্রশাসন।২৫ মে মঙ্গলবার নিহতের পরিবারে  হাতে সহায়তা তুলে দেন।

উল্লেখ্য গত ১২ মে নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নে গিযাস উদ্দিন মাদবরের ছেলে আনছুর মাদবর মাওয়া-কাঠালবাড়ি ঘাটে ফেরী থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়। পরিবারের উপার্জনক্ষম  একমাত্র ছেলে আনছুর মাদবর মৃত্যুবরণ করায় পরিবারটি অসহায় হয়ে পরেছে। সংবাদটি শোনার পর শরীয়তপুরের জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান  উপজেলা প্রশাসনকে পরিবারটি পাশে দাড়ানোর জন্য নির্দেশ দেন।

জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তি রূপা রায়  নিহতের পারিবারের সাথে যোগাযোগ করে তাদের চাহিদা মত স্থায়ী আতœ-কর্মসংস্থানের জন্য একটি গাভী সহায়তা দেন। উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তি রূপা রায়  নিহতে পিতা গিয়াস উদ্দিন মাদবর এর নিকট একটি গাভী ও গোখাদ্য প্রদান করেন।উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোরশেদুল ইসলাম, নড়িয়া,অফিসার ইনচার্জ নড়িয়া থানা অবণী শংকর কুন্ডু, শরীয়তপুর ,উপজেলা প্রকৌশলী  মোঃ শাহাবউদ্দিন মিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ রায়,উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোঃ আহাদী হোসেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, সংসারে একমাত্র উপার্জনকারীর মৃত্যুরে পরিবারের যে ক্ষতি হয়েছে তা কোন দিনই পুরণ হবার নয়। তার পরেও াামরা তাদের পাশে এসে সাথে সমব্যাঁথি হয়েছি। এ জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় মাননীয় জেলা প্রশাসক  মোঃ পারভেজ হাসান মহোদয় কে যার  নির্দেশনায় ও উৎসাহে উপজেলা প্রশাসন একটি অসহায় পরিবারে পাশে দাড়ায়ে সহায়তা করতে সক্ষম হয়েছে।