• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মা ইলিশ রক্ষায় ভেদরগঞ্জে ১৯ জেলে আটক স্পিডবোট, ট্রলার, জাল জব্দ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ ২৬ অক্টোবর সন্ধ্যা ৬ টা থেকে ২৭ অক্টোবর সকাল ৬ টা পর্যন্ত ১২ ঘন্টায় মা ইলিশ রক্ষা অভিযানের ১৩ তম দিনে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন মৎস্য বিভাগ ও সখিপুর থানা পুলিশ পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৯ জেলেকে আটক করে। এসময় ২০ হাজার মিটার কারেন্ট জাল, ১ টি  স্পিডবোট, ১ টি ইঞ্জিন চালিত ট্রলার  ও ২০ কেজি মা ইলিশ জব্দ করেছ।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ  এর নেতৃত্ব উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম ও সখিপুর থানা পুলিশ যৌথ ভাবে মা ইলিশ রক্ষায় এ অভিযান চালায়।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ জানান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলামসহ সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগীতায় মা-ইলিশ সংরক্ষন অভিযান ২০২০ এর ১৩ তম দিনে ভেদরগঞ্জ এর পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ১৯ জেলেকে আটক। ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১টি স্পিডবোট, ১ টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়। জালগুলো জনগনের সামনে পুড়িয়ে ধ্বংস করা হযেছে। জেলেদের প্রচলিত আইনে কাড়াদন্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে। মা ইলিশ  স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে। আর জব্দকরা  নৌযানের বিষয় পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।