• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৪  

মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ ও উপজেলা আইন-শঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেত্রীবৃন্দের অংশ গ্রহনে মাদারীপুরের কালকিনিতে বিশেষ আইন-শৃঙ্খলা সভা। গতকাল দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মাদারীপুর সাংসদ তাহমিনা বেগম এমপি। এসময় তিনি বলেন, অপরাধী সে অপরাধী তাকে কোন ছাড় নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরুণে কাজ করে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আপ্রাণ চেস্টা করে যাচ্ছে আমরাও তার এই চেস্টা কে বাস্তবে পরিনত করতে কোন অপরাধীকে ছাড় দেবো না সেই যেই হোক না কেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌরসভার মেয়র এসএম হানিফসহ সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা।