• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জেলেদের পূর্নবাসনের জন্য সরকার থেকে উপকরন বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ মার্চ ২০২৩  

বরিশালের বানারীপাড়ায় সরকারের তালিকাভুক্ত জেলেদের পূর্নবাসনের জন্য সরকার থেকে বিভিন্ন উপকরন(ছাগল) ও জাল বিতরণ করেন বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মৎস্য অধিদপ্তরের সহযোগীতায় আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে সরকারের তালিকাভুক্ত ৬০জন জেলেদের পূর্নবাসনের জন্য উপকরণ(ছাগল) ও বৈধ জাল প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম।

বিতরণ সভায় বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম বলেন, আওয়ামীলীগ সরকার সকল শ্রেনী পেশার লোকজনের কথা চিন্তা করেন। যার জন্য জেলেদের পূর্নবাসনের জন্য উপকরন দিয়ে তাদের স্বাবলম্ভী করার ব্যবস্থা করেছেন। এমনকি নদীতে মাছ ধরা বন্ধ থাকলে জেলেদের চাল দিয়েও সহযোগীতা করা হয়ে থাকে। যাতে তাদের খাদ্যের কোন সমস্যা না হয়।

উপকরন বিতরণ সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সাইফুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাসির উদ্দিন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.মহাসিনউল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.মিজানুর রহমান ও সদর ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামীসহ প্রমুখ।

পরে উপজেলার ৮টি ইউনিয়নে সরকারের তালিকাভুক্ত ৬০জন জেলেদের মাঝে দুটি করে ছাগল, রাখার জন্য ঘর, খাবারের জন্য অর্থ ও মাছ ধরার বৈধ জাল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল জেলের এই উপকরণ দেওয়া হবে।