• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

এক ভাষণেই একটি স্বাধীন দেশ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৭ মার্চ ২০২৩  

যশোরের মনিরামপুরে আশ্রায়ণ প্রকল্পের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে খানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১০টি ঘর আগুনে পুড়ে গেছে।

পুলিশ জানায়, গোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পের দুই নম্বর ব্যারাকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে তা চুলার পাশে থাকা খড়িতে ধরে যায়। এরপর ওই আগুন দ্রুত পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পাশাপাশি ১০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তরিকুল (৪০), মাসুদ (৩০), মুসলিম (৫৫), ফিরোজা (৬০), সোহেল (৩০), কাশেম (৫৫), রফিক (৫৫), রনি (২৫), আলমগীর (৫৫) ও সখিনার (৪০) বসত ঘর পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মনিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, খড়িতে আগুন লেগে তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে ১০টি ঘর পুড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।