• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

হঠাৎ আটকে গেল কুদাল, গভীরে খনন করতেই মিলল বিষ্ণুমূর্তি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

নওগাঁর ধামইরহাটে পুকুর খনন করতে গিয়ে ১৫ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ছোট শিবপুর গ্রামে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুকুরের মালিক আব্দুস সাত্তার জানান, বুধবার বিকেলে উপজেলার ছোট শিবপুর গ্রামে পুকুর খনন করছিলেন তিনি। ওই সময় তার সঙ্গে ছিলেন কয়েকজন শ্রমিকও। কিছুক্ষণ খনন করার পরে হঠাৎ কিছু একটাতে আটকে যায় কুদাল। এরপর সেখানে গভীরভাবে খনন করলে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি পাওয়া যায়। পরে রাতেই থানায় খবর দেন তিনি।

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। মূর্তিটির ওজন ১৫ কেজি ৫০০ গ্রাম। আইনি প্রক্রিয়া শেষে মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।