• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শিক্ষার্থীদের অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রশিক্ষণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ফলে প্রাণহানিসহ মারাত্মক ক্ষয়ক্ষতি হচ্ছে। এসব কারণে সচেতনতা বাড়াতে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নির্বাপণের কৌশল বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে নরসিংদী ফায়ার সার্ভিস।
সোমবার সকালে এরই অংশ হিসেবে নরসিংদী আইডিয়াল হাই স্কুলে এক প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়।

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এ প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয়। নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারীর পরিচালনায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিধস, ভূমিকম্প, খরা, অগ্নিকাণ্ড, সংক্রামক রোগ ইত্যাদি এবং মানব সৃষ্ট দুর্যোগের মধ্যে যুদ্ধ, গৃহযুদ্ধ, শরণার্থী সমস্যা, শিল্পপ্রযুক্তিগত বিপর্যয়, রাসায়নিক দূষণ ইত্যাদি মোকাবিলায় করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।