• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

৭ মার্চের ভাষন শুনে বাঙ্গালী জাতি মুক্তিযুদ্ধের শপথ নেয়

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৭ মার্চ ২০২৪  

শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলছেন, জাতির পিতা, বঙ্গবন্ধুর যুগান্তকারী ৭ মার্চের ভাষণটি ছিল মুক্তিযুদ্ধের জন্য বাঙালি জাতির শপথ। কারণ, ওই দিন ভাষণটি শোনার পর গোটা জাতি শপথ নেয় এবং দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) শরীয়তপুর জেলা প্রশাসকরর সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি বক্তৃতা তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, 'বঙ্গবন্ধুর ভাষণটি শুধু একটি ঐতিহাসিক ভাষণই ছিল না, বরং এটি বাঙালি জাতির জন্য একটি শপথ ছিল।' তিনি আরও বলেন, 'ওই দিন বাঙালি শপথ নেয় এবং ২৬ মার্চ ভোরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা শুনেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।'

বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিলেন, 'প্রতিটি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার যা কিছু আছে, তা নিয়েই শক্রর মোকাবিলা করতে হবে। রাস্তাঘাট যা যা আছে.... আমি যদি তোমাদের হুকুম দিবার নাও পারি, তোমরা সব বন্ধ করে দিবে।'

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু তৎকালীন ঐতিহাসিক রেডক্রস ময়দানে এই ভাষণ দেন। ওই দিন সাড়ে ৭ কোটি মানুষ এই ভাষণ শুনে মুক্তিযুদ্ধের জন্য শপথ গ্রহণ করেন। অতিরিক্ত জেলাপ্রশাসক সার্বিক সাইফুল ইসলাম মজুমদার এর সঞ্চালনায়,আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।