• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ জুন ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি: 'প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (১ জুন) 'বিশ্ব দুগ্ধ  দিবস-২০২১'' উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দফতরের আয়োজনে সীমিত আকারে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন। এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, সুবিধাভোগী ও খামারি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সুবোধ কুমার দাস।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ্য সবল জাতি গড়তে প্রত্যেককে প্রতিদিন কমপক্ষে এক গ্লাস দুধ পান করতে হবে। শরীরের পুষ্টি বাড়াতে দুধের বিকল্প নেই। তাই ঘাঁটি দুধ উৎপাদনের লক্ষে একটি হলেও গাভী পালনের আহবান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্গন, রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।