• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

স্কুলে আধুনিক ওয়াশ ব্লক `কন্যা সাহসিকা`, খুশি শিক্ষক-শিক্ষার্থীরা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর কালেক্টরেট স্কুলে নবনির্মিত আধুনিক ওয়াশ ব্লক উদ্বোধন করা হয়েছে। যার নাম রাখা হয়েছে 'কন্যা সাহসিকা'। ওয়াশ ব্লক উদ্বোধন হওয়ায় খুশি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। 

বুধবার (০১ সেপ্টেম্বর) বিকেলে ওয়াশ ব্লক 'কন্যা সাহসিকা' উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক ডিসি পারভেজ হাসান। 

জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, বয়সন্ধিকালে আমাদের কন্যা কিশোরীরা যখন স্কুলে আসে, তখন মাসের একটি বিশেষ সময় স্কুলে এসে তারা বিব্রতবোধ করে। এসময়টাতে ওরা যাতে সুস্থ থেকে, সুন্দর থেকে অতিবাহিত করতে পারে তার জন্য আমরা একটি ওয়াস ব্লক নির্মাণ করেছি। আমরা এর নাম দিয়েছি 'কন্যা সাহসিকা'। ওয়াস ব্লকের পাশেই একটি বিশ্রামাগার, একটি ছোট লাইব্রেরি রেয়েছে। রয়েছে হাত-মুখ ধোয়ার ব্যবস্থা, আছে টয়লেট। কিশোরীদের জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন আমরা সব ব্যবস্থা করে দিয়েছি। 

তিনি বলেন, মুজিব শতবর্ষে জেলা প্রশাসন এ জেলার সকল বালিকা বিদ্যালয়ে কিশোরীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ওয়াশ-ব্লক নির্মাণের উদ্যোগ নিয়েছে। আজ শরীয়তপুর কালেক্টরেট স্কুলের পথচলা শুরু হলো। এসপ্তাহেই গোসাইরহাটে আরও একটি ওয়াশ-ব্লক উদ্বোধন করা যাবে।

এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

শিক্ষার্থীরা জানান, আগে স্কুলে এ ধরনের ব্যবস্থা ছিল না। আধুনিক সুযোগ সুবিধা সম্মত মনোরম পরিবেশ ওয়াশ ব্লক পেয়ে আমরা খুশি।