• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের সমাজের বোঝা নয়: জেলা প্রশাসক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের সমাজের বোঝা নয়। সঠিক যত্ন নিলে তাদের সুযোগ করে দিলে তারাও আমাদের সমাজে ভুমিকা রাখতে পারে। অথচ  আমাদের অনাদর অবহেলায় বড় হয়ে ওঠে তারা পরিণত হয় সমাজের বোঝা হিসেবে।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও অটিস্টিকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। একটা জরিপে দেখা গেছে বাংলাদেশে ১৭ হাজারেরও বেশি অটিস্টিক শিশু আছে। 

বাংলাদেশে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অটিজম শিশুর সংখ্যা বৃদ্ধির হার ঊর্ধ্বগতি। সম্প্রতি  শহরভিত্তিক এক জরিপে দেখা যায়, প্রতি এক হাজার শিশুর মধ্যে একজন শিশু অটিজমে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশেও আড়ম্বরপূর্ণভাবে পালিত হচ্ছে। বিগত পাঁচ-ছয় বছরে বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে, যা অটিজম শিশুদের সার্বিক অগ্রগতির এক মাইলফলক। 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর কন্যা ও যুক্তরাষ্ট্রে নিবন্ধিত মনস্তত্ত্ববিদ অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের পরামর্শক্রমে এবং স্বাস্থ্য অধিদপ্তরের আন্তর্জাতিক সম্মেলনে ১১টি দেশের অংশগ্রহণে ‘ঢাকা ঘোষণা’ গৃহীত হয়।  সে সুবাদে আমাদের জেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। যার যার অবস্থান থেকে তাদের পামে এসে দাড়াতে জেলা বাসীর প্রতি আহবান জানান। জেলা প্রশাসক বলেন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরা যাতে শীতে কষ্ট না পায় তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করবেন বলে জানান।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায়  শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।জেলা সদরের কালেক্টরিয়েট পাবলিক স্কুল মাঠে জেলা ক্রীড়া অফিসার সমীর বাইনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনজেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুর রাজ্জাক রনি, জেলা তথ্য অফিসার মোঃ মনিরুল ইসলাম,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হাবিবা ইয়াছমিন।