• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুর পৌরসভায় সোয়া ৫৬ কোটির বাজেট ঘোষণা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩০ জুন ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুর পৌরসভায় ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২ কোটি ৭ লাখ ৩০ হাজার ৬৫১ টাকা উদ্বৃত্ত ধরে বাজেট ঘোষণা হয়। এরমধ্যে ৫৬ কোটি ২২ লাখ ২৮ হাজার ৬৫১ টাকা আয় ও ৫৪ কোটি ১৪ লাখ ৯৮ হাজার টাকা ব্যয় ধরা হয় ।

বুধবার (২৯ জুন ) বিকেল সাড়ে ৫টায় পৌরসভা হল রুমে বাজেট উপস্থাপন করেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান।

তিনি বলেন, অতিরিক্ত না করে শরীয়তপুর পৌরসভার উন্নয়নের জন্য সীমিত আকারে বাজেট ঘোষণা করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

আরও উপস্থিত ছিলেন- শরীয়তপুর পৌরসভার সচিব মো. এনামুল হক, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. বাচ্চু বেপারীসহ নগর সমন্বয় কমিটির সদস্য, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও পৌরবাসী।