• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুর পদ্মা-মেঘনায় থেকে মা ইলিশসহ মাছ ধরা বন্ধ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি : ইলিশ রক্ষায় আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ২৮ অক্টোবর পর্যন্ত শরীয়তপুর পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম উপলক্ষে জেলেদের জন্য ওই ২২ দিন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হবে।

শরীয়তপুর জেলার জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার পদ্মা ও মেঘনা নদীতে এই কর্মসূচি বাস্তবায়ন হবে।

জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার জানান, আগামী ২২দিন নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধসহ মা ইলিশ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ থাকবে। এই আইন অমান্য করলে নৌ পুলিশ, জেলা পুলিশ, কোস্টগার্ড ও জেলা ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে এ নিয়ে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, মাইকিং, পোস্টারিং ও ব্যানার লাগানো হয়েছে। এরআগে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও
জেলেদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে।

তিনি আরও জানান, আমরা জেলায় ১৯ হাজার মৎস্যজীবীকে ২৫ কেজি করে চাল দিব। এই চাল জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় প্রশাসনের মাধ্যমে পৌঁছানো হবে।

২২ দিনের এই অভযান সফল করতে সবশ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারে গিয়ে সচেতন করেছি। প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার সঙ্গে মিটিং করেছি। সর্বপরি জনসাধারণ ও তরুণদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণসহ সচেতন করছি। যাতে করে আগামী ২২দিন নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধসহ মা ইলিশ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুত বন্ধ থাকে।