• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

কিউলেক্স মশা নিধনে ডিএনসিসির ৫ দিনের বিশেষ কর্মসূচি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১  

শুষ্ক মৌসুমে কিউলেক্স মশার প্রকোপ নিয়ন্ত্রণে পাঁচ দিনব্যাপী বিশেষ মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (২৯ নভেম্বর) থেকে এ কর্মসূচি শুরু হবে। চলবে আগাশী ৪ ডিসেম্বর পর্যন্ত। এ অভিযানে ডিএনসিসি এলাকায় কিউলেক্স মশার প্রজনন স্থল ধ্বংস করা হবে।

সোমবার সকাল ৯টায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে (মিরপুর-১৩) বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু হবে। ডিএনসিসির অন্যান্য অঞ্চলেও একযোগে এ কর্মসূচি চলবে।