• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ সারিতে ভোটাররা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৫ জুন ২০২২  

আকাশ কি আর ভোটের দিন মানে! কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের দিন মুশলধারে হচ্ছে বৃষ্টি। কিন্তু এই বৃষ্টি যেন ভোটারদের কাছে কোনও বাধাই নয়। বৃষ্টির মধ্যে কেন্দ্রে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন তারা।

নগরীর তেলিকোনা বিদ্যালয় কেন্দ্রের ভোটার মমিন মিয়া বলেন, ‘দেশের জন্য ভোট দিতে হইবো। তাই বৃষ্টিতে ভিজে হইলেও ভোট দেমু। আইজ ভোট দেওন ছাড়া যামুই না।’

ভিক্টোরিয়া কলেজিয়েট কেন্দ্রের ভোটার রাসেল মিয়া বলেন, ‘আমি এবারই প্রথম ভোটার। এর আগে ভোট দিইনি। ভোট দিয়েই বাড়ি ফিরবো।’

ভোটার হোসনেয়ারা বলেন, ‘আমি আমার পছন্দের প্রার্থীকে দেবো। বৃষ্টি তো সারাজীবন আসবে কিন্তু ভোট তো আর আসবে না।’

তেলিকোনা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তৌফিক মাহমুদ বলেন, ‘এই কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৫শ’ ৪৫ জন। বুথ চারটি। একঘণ্টায় কাস্ট হয়েছে ৪৮টি ভোট।’

এই নির্বাচনে মেয়র পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন– আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), রাশেদুল ইসলাম (হাতপাখা) ও কামরুল আহসান বাবুল (হরিণ প্রতীক)।