• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

খুলনায় অবমুক্ত করা হবে সেই কুমিরটি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২  

শরীয়তপুরের গোসাইরহাটে মাছের ঘের থেকে উদ্ধারকৃত কুমিরটি খুলনার সুন্দরবনের করমজল রেয়ারিং সেন্টারে অবমুক্ত করা হবে।
মঙ্গলবার দুপুরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের (বনবিভাগ) পরিচালক মো. সানাউল্লাহ পাটোয়ারী প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে, সোমবার রাত ৮টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় আলাওলপুর ইউপির পাজালকান্দি গ্রামের খলিল কাজির মাছের ঘের থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

মো. সানাউল্লাহ পাটোয়ারী জানান, কুমিরটি নোনা পানির। আবহাওয়া পরিবর্তনের কারণে ওপরের দিকে চলে এসেছে। সুন্দরবন থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে চলে এসেছে। এছাড়া খাবারের কারণেও আসতে পারে। আমরা কুমিরটি খুলনার বনবিভাগের বয়রা রেস্কিউ সেন্টারে নিয়ে যাব। সেখানে কুমিরটির চিকিৎসা দেওয়া হবে। পরে সুন্দরবনের করমজলের রেয়ারিং সেন্টারে কুমিরটি অবমুক্ত করা হবে।

এ সময় গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবিরসহ জেলা বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।